এই আমি সেই আমি

সেই আমি! এই আমি!
… ….বলরাম সরকার
..,…………,…………….
আজ সকালে ঘুম থেকে উঠে
রাস্তার দিকের জানালার পর্দাটা
সরাতেই জানালার স্লাইডিং কাচের ভিতর দিয়ে
দেখি …
সূর্যের আলোয় ঘরের বাইরের সবকিছুই
পরিস্কার।
লোকেদের আনাগোনা, পাখিদের উড়াউড়ি,
নারকেল পাতার ঝিরিঝিরি।
কিন্তু জানালার কাচে –
নিজেকে কোথাও দেখতে পেলাম না।
.
তারপর ঘর থেকে বেরিয়ে
ব্যালকনিতে দাঁড়িয়ে
ওই জানালার ভিতরে তাকালাম।
এবার ঘরের ভিতরের আর কোনো কিছুই
দেখা গেল না।
পরিবর্তে, গ্রীলের ফাঁকে ফাঁকে
জানালার কাচে একটা ছায়া দেখতে পেলাম।
কী কদর্য তার চেহারা!
চুলে লোক দেখানো বিজ্ঞতার ছাপ;
নাকের উচ্চতায় গর্ব আর অহংকার;
আর দু গালে নৃশংসতা র দাগ।
অবাক হলাম …
“এ কি? এ তো আমিই! ”
.
কিন্তু দুচোখে যেন
গভীর উদাসীনতা।
দৃষ্টি চোখ বেয়ে অন্তরে পৌঁছে গেল।
স্বস্তি পেলাম একটু,
‘অন্তর আজ ও বেঁচে আছে।’
.
বেশিক্ষণ তাকাতে পারিনি
নিজের দুচোখের দিকে।
ভয়ে আবার ঢুকে পড়লাম
আমার ঘরের ভেতর।

0.00 avg. rating (0% score) - 0 votes