দাও মোরে বিদায়

      দাও মোরে বিদায়
-বলরাম সরকার
—————————————————–
তোমাদেরই সাথে /পথ চলিতে চলিতে
কে যেন মোরে    /  ডাকিল হাতটি ধরে
যেতে হবে চলে    /  সব   কিছু ফেলে ।
ডাকিছে মোরে তাই/ শোনো বলি ভাই
মন  নাহি   চায়  /   লহিতে  বিদায় ।
দিবসের শেষে  / আলো যেথা মেশে-
অন্ধকারের প্রায় / দাও মোরে বিদায়।
নব বর্ষের প্রাতে / মিলিতে  তোমাতে
আসিব ফিরিয়া /এক রাত্রি শোক নিয়া
রহিব আকুল। /  হবে কি ব্যাকুল?
আমারে ছাড়িয়া? / “আসিবে সে ফিরিয়া
কোন সে ক্ষণ? ” / ও গো মোর বন্ধুগণ!!
————Composed on 16 July, 2005

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “দাও মোরে বিদায়

Comments are closed.