একশ আট জনম
. -বলরাম সরকার
জানি তোমার প্রেম খুব দামি
দুচোখ ভরা জল!
সহস্র আঁখি দাও ভগবান
সাত সাগরের জল –
তোমায় পেতে কাঁদতে চাই
হৃদয় ফাটা কান্না ;
তোমার জন্যে আসুক চোখে
সাত সাগরের বন্যা।
চাই না বেশি শুধু দিও
একশ আট জনম
যে জনমে বলেছে প্রিয়া
দেবে যে তার মন।
তত দিন দাও ভগবান
হাজার হাজার দুখ
প্রিয়ার তরে মোর কাছে
তা লাখ লাখ সুখ।।