তুমি তো চাও

তুমি তো চাও সমুদ্রের  ঢেউয়ের স্পর্শ
হয় যে তোমার মায়া  তার নোনা জলে ।
তুমি তো ভালবাসো সমুদ্রের শোঁ শোঁ-
সুখ পাও কত তার উদ্দাম ঢেউয়ে দুলে।

তুমি তো দেখনি কেমনে বয়ে চলে
গভীর সাগরে উষ্ণ প্রেমের স্রোত
নীরবে, নিভৃতে  সবার  আড়ালে!
তুমি তো বোঝ নি তোমার জন্যে
হীরা,পান্না, মনি  রতন কত শত
জমা আছে সাগরের অতল তলে।

সুখি হও তুমি আছড়ে পড়া ঢেউয়ের দোলায় দুলে
মনে রেখো, এ স্রোত তবু থামবে না কোনোকালে।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “তুমি তো চাও

Comments are closed.