বন্ধু সেজন, মনের মতন
বন্ধু জীবনভর;
বন্ধু সেজন, অতি আপন
হয়না কভু পর।
ভালো মন্দ হই যেমনই
বন্ধু আমি তোর;
মনের সকল আঁধার কেটে
আনবি ডেকে ভোর।
দন্দ হবে যুদ্ধ হবে
হবে ঝগড়াঝাঁটি ;
কথা দিয়ে চলবে লড়াই
কথার কাটাকাটি।
ছিলাম, আছি, থাকব তোরই
সন্দেহ যে নাই;
মরার ঠিক আগেও যেন
বন্ধু তোকে পাই।