( মাতৃভূমির প্রতি )
সব ভালবাসা তোমার তরে মা
তুমি আমার প্রিয় মাতৃভুমি তাই ,
তোমার স্নেহে ধন্য হলাম মাগো
তোমার বুকে নিলাম আমি ঠাই ।
ধন ও ধানে পুস্পে ভরা মা তোর
শ্যামল সবুঝ স্নিগ্ধ কোমল তনু ,
তোর রূপ দখে মুগ্ধ হয়ে আমি
তোর চরন ছুঁতে হলাম নতজানু ।
বারন আমায় করিসনে মা তুই
তোর আঁচলখানা ধরে টানতে ,
ব্যকুল আমি আকুল হয়ে মাগো
চাই যে শুধু তোকেই ভলবাসতে ।
কবিতা টি পড়ে অনেক ভালো লাগল