নাম টা হয় তুমিই বলো

নামটা না হয় তুমিই বলো…
শুভ্র মজুমদার
নিষ্ঠাই যদি মানে তবে,
নিন্দায় কেন প্রতিজন ।
চামড়ার বেশে মানুষ হলেও,
স্বভাব গুনে বিভিষন ।
তর্কে নাকি দারুন পটু,
জ্ঞানের নাহি বিভাজন ।
দাম যে তাহার নাই চারানা,
কিসের সাজে গুনিজন ।
নাট্য সভায় চালক তিনি,
প্রশ্ন ওঠে অকারন,
একই মানুষ মূর্তি বেশে,
পেশায় কেন প্রকরন ?
অদ্য ভাষায় নাই যে ক্ষতি,
তাই দিয়েছি প্রবচন ,
নামটা না হয় তুমিই বলো,
নাই সে যতই প্রচলন ।

0.00 avg. rating (0% score) - 0 votes