জাতির জননী ইন্দিরা গান্ধী

জাতির জননী ইন্দিরা গান্ধী
-লক্ষ্মণ ভাণ্ডারী

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর মাতা,
জাতির জননী তিনি ভারতের ভাগ্য বিধাতা।
একত্রিশে অক্টোবরে ঊনিশশো চুরাশি সালে,
মৃত্যুসংবাদ ঘোষিত হলো সেদিন সন্ধ্যাকালে।

দেহরক্ষীদের গুলিতে যাঁর ঝাঁঝরা হলো বুক,
চিরবিদায় নিলেন তিনি সহি শত দুঃখ সুখ।
ফিরে এসো এসো ফিরে, কাঁদে ভারতবাসী,
তোমার লাগি সবাই কাঁদে, কাঁদে দিবানিশি।

দেশের তরে, জাতির তরে সারা জীবন ধরি,
ভারতবাসী সবাই কাঁদে তোমায় স্মরণ করি।
দেশকে গড়ার স্বপ্ন ছিল ইন্দিরা গান্ধীর মনে,
হারিয়ে গেল স্বপ্ন রঙিন কোন এক কুক্ষণে।

বুলেটের ঘায়ে বিদীর্ণ দেহ পড়ল ভারত ভূমে,
নামল দেশে শোকের ছায়া, কান্না আসে নেমে।

0.00 avg. rating (0% score) - 0 votes