সাধারন

আমি সাধারণ বলে,
তুমি আমাকে সেদিন, তবে ভালোবাসো নাই
আমি অসাধারণকে!!, সবচেয়ে ,,বেশি খুঁজে!
পাবার চেষ্টা করি,,,

আমি একজন এক অসাধারণ হলাম,,
আমার হলাম তাই!
অসাধারণের মাঝে, সেদিন তোমাকে যার,
খুঁজিয়ে পেলাম নাই।

তোমাকে আমার তার বার বার সাধারণ
মনে হয়ে ছিল যেন,,

আমার কাছের তুমি অসাধারণের ছিলে,,
সবার চাইতে তুমি,,
আজকে তোমায় আমি, ভালবেসেছি কথটি
আমি গেছি তার ভুলে।

অসাধারণ যাহারা অতি হেলে মানুষকে
ভুলিয়ে রাখছে জানো,,
আমি অতি সাধারণ হতে চাই যার যেন
তোমাকে আবার পাই,,,

0.00 avg. rating (0% score) - 0 votes