জানি আমি
লেখাঃ অনিক শিকদার
ভ্রমরের রূপে যখন পুঞ্জে পুঞ্জে মধু জমা করিস
তোর নামে করেছি মধু-পূর্ণিমার চাঁদ তুই কি জানিস?
পায়রার কাছে যখন মন কাব্যের চিঠি বিলি করিস
উত্তর দিয়েছি মেঘের কাছে, গোপনে খুঁজে দেখিস।
যখন তুই হীনা বিরহ প্রহর গুনে গুনে ক্লান্ত হয়েছি
মন বাতায়নে তখন বিরহ কাতর শিখিনী দেখেছি।
আলাদা চেয়ারে বসেও যখন আমার কাঁধে মাথা রাখিস
তখন আমি বুঝেছি, তুই আমাকে কতটা ভালোবাসিস।
১লা আশ্বিন ১৪২৫
নারায়ণগঞ্জ