সব কিছু-কিছু নয়!

সব কথা-কথা নয়, কিছু কথা মনে রয়
সব বুঝা-বুঝা নয়, কিছু বুঝে নিতে হয়।

সব ঠিক-ঠিক নয়, কিছু আভাস বাহিরে 
সব ভুল-ভুল নয়, বদ অভ্যাস জাহিরে।

সব হাসি-হাসি নয়,    কিছুটা উপহাস 
সব কান্না-কান্না নয়, আনন্দের উচ্ছ্বাস।

সব খুশি-খুশি নয়, কিছু কিছু অভিনয়
সব দয়া-দয়া নয়, কিছু দয়া সবিনয়।

সব প্রেম-প্রেম নয়, কিছু প্রেম কামনা
সব স্বপ্ন-স্বপ্ন নয়, কিছু থাকে তাড়না।

সব প্রাপ্তি-প্রাপ্তি নয়, শূন্যতার কথা কয়
সব কিছু-কিছু নয়,   লুকায়িত কিছু রয়।

সব দিন-দিন নয়,  খুঁজে নাও পাথারে
সব রাত-রাত নয়, আলো দেখি আঁধারে।

সব ব্যথা-ব্যথা নয়, কিছু ব্যথা ইচ্ছায়
সব সুখ-সুখ নয়,   কিছু সুখ পস্তায়।

0.00 avg. rating (0% score) - 0 votes