ভালবাসার গন্ধ পাই

ভালবাসার গন্ধ পাই ।।। শফিক তপন 

পাহাড় নদী 

কিংবা ঐঝর্ণা তুমি যাই হও,

আমার এই 

হৃদয়টির মাঝেই বেঁচে রও । 

 

ফাগুন চৈত্র

আর বৈশাখ তুমি যাই হও,

তুমিতো সদা 

মোর কানেকানে কথা কও ।

 

আকাশ সূর্য্য

চন্দ্র ও তাঁরা তুমি যাই হও,

প্রতি রাতের 

স্বপ্নের মাঝে তুমি জেগে রও । 

 

চম্পা বকুল 

জুঁই চামেলী তুমি যাই হও,

অতি আপন 

মোর প্রিয়া দূরের কেহ নও । 

 

ভ্রোমর হয়ে

যবে ফুল বাগানের কাছে যাই,

ফুলের নয় 

তোমার ভালবাসার গন্ধ পাই । 

———————-

শফিক তপন

১লা জুলাই ২০১৮

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “ভালবাসার গন্ধ পাই

Comments are closed.