দয়াল ঠাকুর শ্রী অনুকূল

 

 

দয়াল ঠাকুর শ্রী অনুকূল
সদা বিরাজমান তিনি,
মানুষ আপন টাকা পর
সবারে শেখালেন যিনি।

কলিতে নাম ধ্যান জপ
করো তুমি অবিরাম,
নামে আছে সুখ ও শান্তি
পাবে তুমি মোক্ষধাম।

মধুর নাম ধ্যান অবিরত
জপ করে যেইজন,
রোগ সন্তাপ দূরেতে যায়
করে বৈকুণ্ঠে গমন।

কলিতে শ্রীঅনুকূল ঠাকুর
এসেছিলেন ধরায়।
সত মন্ত্রে দীক্ষা নিয়ে সবে
পাপী পরিত্রাণ পায়।

প্রেমের ঠাকুর শ্রী অনুকূল
প্রণাম আমার নিও,
ঠাকুর তোমার চরণযুগলে
একটুকু ঠাঁই দিও।

0.00 avg. rating (0% score) - 0 votes