মুমিন জীবনে গল্প টা অন্য সব গল্প মতনা।
জীবনের মানে হল আল্লাহ নিময় মেনে চলা।
তার ঘরে তিন বেলা খার না থাকলে।
মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে।
সে শান্তি আল্লাহর ভয়।
তার মতে সে পৃথিবীর সুখি মানুষ।
আল্লাহ জন্য রোজা রাখে। বেশি ভাগ সময়।
যারে আল্লাহ ভালবাসে।তারে পৃথিবীর মানুষ ভালবাসবে।
রাত জেগে আল্লাহ পাবার জন্য জেগে থাকে।
তার জীবনে অন্য কোন প্রেমিকা নেই।
তার মা তার সব।
মানুষ বিপদে সে যায়। নিজের বিপদ ভেবে করে দেয়।
কেউ মারা গেলে সে যায়।
কিন্তু অন্য কার মত সে কঁঁাঁদেনা তার মা মারা গেলেও।তোমরা যারে গরিব বল মুমিন সে দলে পরে।
কিন্তু এই পৃথিবী দুই দিনের।
তার গাড়ি নেই থাকার মত যায়গা নেই।
কিন্তু সে পৃথিবীর মানুষ দের চেয়ে সুখি।
তার যে চোখ বন্ধ না খোলা।
যারা দেখে ও কিছু দেখেনা।
সব শুনে যাদের কানে শুনেনা।
মুমিন বিয়ে করেছে।
তাদের সংসারে টাকা না থাকলে ও তারা সুখি।
এক টা পেলেট।ভাত মেখে তার বউ তাকে খাইয়ে দেয়।
দাবি গাড়ি চায়না।দামি শাড়ি চুরি সোনা দানা চায়না।
রাত জেগে নামাজ পরে।
সুখের অভাব নেই তাদের মনে।
আল্লাহ সুকিয়া করে সারা দিন রাত।
পৃথিবীর মায়া ডুবনা। নয়ন বন্ধ করলে কি? হবে ভেবেছ এক বার।
কি জবাব দেবে।
যেজন তোমায় সৃষ্টি করছে।
বেশি করে আল্লাহ কে ডাক।
মাপ চাও নিজের পাপর জন্য।
নয়ন বন্ধ হলে আর খুলবেনা।
আজ থেকে নামাজ পড়।এই কামনা করি ভাই আপু।নামাজ রোজা, পড়বে যারা পরনা তবেই সৃষ্টি সেরা জীব হব মানুষ।
দুখ কষ্ট আসলে আল্লাহ ভরসা রাকম।
তিনি পানা দিবে।
এর থেকে মুক্তি উপায় আল্লাহ দেবেন।