কবিতা

যে কথা হয় নি বলা
মনে পরবেনা যানি কোন দিন।
ভুলে যাওয়া জীবনের সুখ।
বলিয়া মনে হয়।
কতজন আছে তারে মনে রাখে।
হ্রদয় থেকে দূরে নয়।
নয়ন থেকে দূরে নয়।
কত দূরে যাবে আমারে ছারি।
কত ব্যথা দেবে বল আর ও
কিছু নেই বাকি দেবার।
তুমি নেই এর থেকে আর
কি ব্যথা দেবে বল।
সেই প্রথম দিনের মত আমি নিরব।
আমারে কাঁদিয়ে কি?
সুখ তুমি পাও বল।
সেদিন থাকবনা সেদিন
কারে ব্যথা দেবে বল।
সেই জন্য আমার বেচে থাকা।
আমার দম বন্ধ লাগে।
সে কথা যানি তুমি কখন শুনবেনা।
কখন বুঝলে না আমায়।
তাই তো বিশজন দিয়ে চলে গেলে।
একবার ভাবলেনা আমার কথা।
এমন টা কি? কথা ছিল।
আজ আমার হারান কিছু নেই বাকি।
তুমি শব্দ টা যে নেই।
আজও নিশি জাগি
এই বুঝি তুমি আসবে।
তুমি আসনা একবার।

0.00 avg. rating (0% score) - 0 votes