তোমার অলিন্দে আজ নব আভা
আশার বাটিতে চোখ মেলে চাওয়া পাওয়া।
উষ্ণ চায়ের কাপে মান অভিমান
তুমি অমৃত ভেবে করে নিচ্ছ পান।
নেই কোন দ্বিধা, তোমারি মাঝে
বসতী গড়েছে লজ্জাহীন তৃষিত ক্ষুধা
তুমি শিখতে চাও মানবী ম্যারাথন
তুমি বুঝতে চাও অজানা অচেনা মন।
তুমি আহমিকার কপাট বন্ধ করে
দিয়েছ ভালোবাসার বাতায়ন খুলে
মাটিতে পড়ে থাকা কিছু অবুঝ মন
মায়ার চাদরে ঢেকে নিচ্ছু তুলে।
তাইতো আমি বিস্মিত চোখে প্রশ্ন করি
এই কালের ছলনার ভিড়ে এই কমন তুমি?
তুমি রাত্রির বুকে জ্যোৎস্না জ্বেলে
রবির ওষ্ঠে হাসি তুলে অবলীলায় বলে দিলে
আমি তো আমিই।।।।।।।।।।।।।।।।।।।
8:44pm
15/5/018