রঙধনু💚❤️💜
বেগুনি রঙের সে চাঁদের আলো এলো বুঝি ছড়িয়ে দিতে ।
নীল রঙের দুঃখগুলো হারিয়ে যাবার স্বপ্নে মাতে ।
আসমানী রঙের হাওয়া দোলে মাতাল হবার গল্প বলে ।
সবুজ পৃথিবী যেন পকৃতি কে আরও সবুজ করে ।
হলদে রঙা পাখীর দল আকাশ পানে উড়ছে গানে ।
কমলা রঙের নৌকার পাল,সাগর জলে হাওয়ায় টানে ।
লাল রঙের রক্ত জবা রক্তের রঙকেও হার মানে ।
রংধনুর সাত রং কে বিনী সুতার মালায় গেথে সখী বসে আছে সখা কে পড়াবে বলে সেই রংধনুর পানে চেয়ে চেয়ে ।
জেমী খান
সুন্দর