মনে আছে তোমার সে কবিতাখানি ? লিখেছিলাম চার লাইন আমি ,আর পরের চার লাইন তুমি। তুমি হয়েছিলে প্রিয় আর আমি তোমার প্রেয়সিনী,মনে কি আছে তোমার আমার ছোট্ট প্রেমের কাহিনী? তোমার বিদায় মোরে কাদিয়েছিল যবে,ভেবেছি তোমার পথ আটকাবো কিভাবে? তুমিতো ছিলে অন্য কারও , তাই পারিনি ফেরাতে মোর হৃদয়ে আবারও। নয়ন জলে ভেসে দিবানিশি হয়েছি আমি অন্ধ , আর তুমি পেয়েছিলে মুক্ত বাতাসে আমার শরীরের গন্ধ । তুমি কি সত্যি কখনও ভালোবেসেছিলে মোরে? নাকি শুধুই ছিলাম আমি ,স্বপ্নিল আকাশের উদাস করা একটা ঘোরে। আজও যখন তোমায় দেখি,তোমার চোখ হাসে, আর হাসে তোমার অধরখানি। আমি সেই অনুরাগে সাজাই আমার মিথ্যের, মায়াজালের ঘেরা মিথ্যে বাসরখানি।
জেমী খান