আমাদের ছোট গ্রাম
-লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের ছোট গ্রাম বায়ু বয় অবিরাম
সকালে সোনার রবি উঠে,
সবুজ তরুর শাখে প্রভাতপাখিরা ডাকে
কাননে কুসুম কলি ফুটে।
গাঁয়ে আছে ছোট ঘর আছে অজয়ের চর
রাঙা পথ গাঁয়ে চারিধারে,
নারকেল ও সুপারি তালগাছ সারি সারি
বক উড়ে অজয়ের পারে।
সরু গলিপথ বেয়ে মাটির কলসী নিয়ে
বধূরা আসে ঘাটের কাছে,
সোনালি কিরণ ঝরে অজয়ের বালুচরে
নদীজল ছল ছল নাচে।
কাঁকনতলার বাঁয়ে আছে আমাদের গাঁয়ে
আম আর কাঁঠালের বন,
কোকিলের কুহুতান ভরে তোলে মনপ্রাণ
কুহু স্বরে হরষিত মন।
ক্লান্ত দিবসের শেষে তপন দিগন্তে মেশে
সাঁঝের আঁধার নেমে আসে,
কাঁসর ও ঘন্টা বাজে দেবীর মন্দির মাঝে
চাঁদ তারা আকাশেতে হাসে।