সোনার বাংলা ভাষা
——————————
সোনার বাংলাদেশের
বাংলাভাষা আমাদের মায়ের মুখের বোল,
মায়ের কোলে শিখেছি
সে ভাষা সযত্নে খেয়ে মায়ের কোলে দোল ।
বুলেটের মুখে সকলে
ঝাপিয়ে পড়েছে বাংলাভাষাকে বুকে নিয়ে,
শত্রুদের হাত থেকে
ভাষাকে করেছে সুরক্ষা বুকের রক্ত দিয়ে ।
ছাত্র শিক্ষক জনতা
বাঙ্গালীরা সবাই সুরক্ষা করে বাংলাভাষা,
নিজ স্বাধীন ভাষাতে
লিখব পড়ব বলব কথা সে মোদের আশা ।
বাংলাভাষার ইতিহাস
সারা বিশ্বময় আজকে কারো অজানা নয়,
বাংলাভাষাকে সবাই
দিয়েছে মর্যাদা হয়েছে বাংলা ভাষার জয় ।
শহীদের অনবদ্য দান
যে দানে আমরা বাংলায় করি গুন গান,
সে গানে সকলের জানে
জেগে উঠে অন্তর আত্না জেগে উঠে প্রাণ ।
———
শফিক তপন
২১শে ফেব্রুয়ারি ২০১৮ ইং