বসন্ত আসিল আজি
– লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্ত আসিল আজি অপরূপ রূপে সাজি
পুষ্প বিকশিত শাখে শাখে,
কোকিলের কহুতান আকুল করিল প্রাণ
বৃক্ষশাখে পক্ষীসব ডাকে।
প্রভাতে তপন উঠে পলাশের ফুল ফুটে
রবির কিরণে উঠে মেতে,
প্রভাত পাখির গান কোকিলের কুহুতান
আম কাঁঠালের বাগানেতে।
অলিদল দলে দলে গুঞ্জরিছে ফুলে ফুলে
আসে ধেয়ে কুসুম কাননে,
পলাশের রং লাগে হৃদয়ে পুলক জাগে
সৌরভ ছড়ায় সমীরণে।
শিমূল পলাশ ফুল সুগন্ধে মন ব্যাকুল
নব কিশলয় শাখে জাগে,
ফাগুনের ফুলবনে ভ্রমরের গুঞ্জরনে
দেহে আর মনে রং লাগে।
নদীকূলে নৌকা বাঁধা উড়ে বক সাদা সাদা
অজয়ের ধারা বয়ে চলে,
বসন্তের রং লেগে বসুন্ধরা ওঠে জেগে
হৃদয়ে কবিতা কথা বলে।