বাংলা আমার মা

বাংলা আমার মা

– লক্ষ্মণ ভাণ্ডারী

 

 

বাংলার মাঠে                 সোনার ফসল

সোনা ফলে রাশি রাশি,

আমার বাংলা                সোনার বাংলা

বাংলা মাকে ভালবাসি।

 

বাংলা আমার                রূপোর কাঠি

রূপের নাইকো শেষ,

সুজলা সুফলা             শস্যে শ্যামলা

আমার এ বাংলাদেশ।

 

বাংলার মাটি              বাংলার জলে

পরিপুষ্ট হয় দেহ,

বাংলায় হেরি              মাটির ছায়া

মমতা মাখানো স্নেহ।

 

বাংলার নদী               বাংলার জলে

পাল তুলে নৌকা ভাসে,

প্রভাতে হেরি               সোনার অরুণ

হিম পড়ে দুর্বা ঘাসে।

 

বাংলার মাঠে             চাষী ধান কাটে

সুরে সুরে গায় গান,

রাখালিয়া সুরে           রাখালের বাঁশি

মাতাল করে পরাণ।

 

বাংলার পথে               একতারা হাতে

বাউলেরা গান গায়,

তরুর শাখায়               বিহগেরা গায়

চিত্তে পুলক জাগায়।

 

বাংলা আমার               মায়ের ভাষায়

কবিতা রচিত কত,

বাংলায় হেরি             পুষ্পের কাননে

ফোটে ফুল শত শত।

 

বাংলার মাটি              মা যে আমার

বাংলা মাকে ভালবাসি,

পুনর্বার যেন             জন্ম লয়ে আমি

বাংলায় ফিরে আসি।

0.00 avg. rating (0% score) - 0 votes