ফাটা বাঁশ
___নিয়াজ মাহমুদ
এ’কুলে ধার ও’কূলে ধার
মাঝখানে তার আঁশ;
ভাবতে খুবই অবাক লাগে
নামটি ফাটা বাঁশ।
মধ্যোখানে ক্যাল্লা আমার
ঢুকায়ে দিলো কে?
চুতুর্দিকে বড়ই আপদ
বলবে কি লোকে?
মুখ ফুটালে চোখ ফুটে যায়
কি করিব হায়!
বুকের মাঝে একশ পাথর
ঠেসায়ে দিলাম তায়।
বাঁশটা ছিল বেদম ফাটা
তাতে কিছুই নয়,
ক্যাল্লা ক্যামনে চিপায় গেল
বোঝা ভিষণ দায়।
আদর করে বলি তারে
বাঁশু মনি ভাই;
তোমার মতন কেহই আমার
গলা ধরে নাই।
তুমিই আমায় চিনলে বাঁশু
বাশু’র নেইকো জুড়ি?
যে আমাকে চেনার কথা
সে’ই মেড়েছে ছুড়ি।