আমায় করো পার (ভাটিয়ালী গান)

আমায় করো পার (ভাটিয়ালী গান)

আমায় করো পার
(দয়াল) আমায় করো পার।
জীবননদীর কূলে ভিড়লো তরী আমায় করো পার,
ভেঙেছে হাল, ছিঁড়েছে পাল, আমি জানি না সাঁতার।
আমায় করো পার
(দয়াল) আমায় করো পার।
জীবননদীর কূলে বসে
কাঁদি আমি অবশেষে,
তরী আমার গেল ভেসে,
জীবনে নেমে এল আঁধার।
আমায় করো পার
(দয়াল) আমায় করো পার।
জীবননদীর কূলে ভিড়লো তরী আমায় করো পার,
ভেঙেছে হাল, ছিঁড়েছে পাল আমি জানিনা সাঁতার।
জীবন নদীর দুই কিনারায়
ভাঙা-গড়ার মরণ-খেলায়,
জীবনের সুখ সবই হারায়
(আমার)এ জীবন দুঃখের পারাবার।
আমায় করো পার
(দয়াল) আমায় করো পার।
জীবননদীর কূলে ভিড়লো তরী আমায় করো পার,
ভেঙেছে হাল, ছিঁড়েছে পাল আমি জানিনা সাঁতার।
অন্তিমেতে জয়গুরু বলে,
প্রাণ সঁপে দাও চরণতলে
দয়াল নামের কাণ্ডারী ধরে
এই ভবনদী হয়ে যাও পার।
আমায় করো পার
(দয়াল) আমায় করো পার।
জীবননদীর কূলে ভিড়লো তরী আমায় করো পার,
ভেঙেছে হাল, ছিঁড়েছে পাল আমি জানিনা সাঁতার।
শ্রী লক্ষ্মণ ভাণ্ডারী বলে,
তরী এসে ভিড়লো কূলে,
ভাসি আমি নয়নের জলে,
(দয়াল) আমায় করো উদ্ধার।
আমায় করো পার
(দয়াল) আমায় করো পার।
জীবননদীর কূলে ভিড়লো তরী আমায় করো পার,
ভেঙেছে হাল, ছিঁড়েছে পাল আমি জানিনা সাঁতার।

0.00 avg. rating (0% score) - 0 votes