মানবিক প্রেম

মানবিক প্রেম
লেখাঃ অনিক শিকদার

নিরবে আজ আলোহীন ঘরে
ভেবেছি এ মায়াহীন ভোরে।
শান্ত কেন চারিপাশ জোড়ে?
কালের ভূত চেপেছিল ঘাড়ে
মায়ার নথ খুলেছিলি কে রে?
প্রেমের পথে চলেছিলি তেড়ে
অশোক বলে তরবারি ছেড়ে
আসবি কে মানবতা চড়ে?
মজনু যায় লায়লীর ঘরে
জটা চুলে ভিক্ষুকের ভরে।
বৃন্দাবনে রাধাফুল ঝড়ে
মধুপ হয়ে কৃষ্ণনাথ ঘুরে।
বঁড়শি ফেলে কালিদাস পুড়ে
বিহগী হয়ে রজকিনী উড়ে।
প্রেম-বাজারে অবরোধ দিয়ে
বিষের বীণা যাই বাজিয়ে।
নদীর বুকে সূর্য ডুবে
প্রভাতে সে জাগে পুবে।
প্রেম আসবে প্রেম যাবে
মানবতাবাদ অমর হবে।

৫ই পৌষ ১৪২৪
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes