শীতল তরুর ছায়ে

শীতল তরুর ছায়ে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

শীতল তরুর ছায়ে আমাদের গ্রাম,

তরুশাখে পাখি ডাকে হরষিত প্রাণ।

প্রভাতে অরুণ রবি উদিল গগনে,

ফুলকলি ফোটে সব কুসুম কাননে।

 

রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে,

দুইধারে ধানখেতে চাষী ধান কাটে।

বোঝা বোঝা ধান লয়ে চলে গরুগাড়ি,

রাঙা পথে দুই ধারে খেজুরের সারি।

 

তাল সুপারির গাছ আমের বাগান,

দূরে অজয় নদীর শুনি কলতান।

শঙ্খচিল ভেসে চলে আকাশের গায়,

অজয়ের নদী জলে মাঝি ডিঙা বায়।

 

ঘাটে ঘাটে করে স্নান গাঁয়ের বধূরা,

বন ধূতুরার ফুলে ছেয়েছে কিনারা।

অবিরত বয়ে চলে অজয়ের ধারা,

অজয়ের কলতানে জাগে বসুন্ধরা।

0.00 avg. rating (0% score) - 0 votes