হেমন্তের কালমেঘ
লক্ষ্মণ ভাণ্ডারী
হেমন্তের কালমেঘ ছেয়েছে আকাশ,
অবিরত জল ঝরে বহিছে বাতাস।
সকাল বেলার পাখি গাহিল না গান,
নীড়ে ভিজে পাখি সব বন্ধ কলতান।
নদীমাঝে জলোচ্ছাস ডাকে ঘন মেঘ,
জল ঝরে বেড়ে যায় বাতাসের বেগ।
অজয়ের খেয়াঘাটে ঘাটে নাহি মাঝি,
প্রবল বর্ষণ দিনে বন্ধ খেয়া আজি।
অবিরাম জল ঝরে, নামিল বাদল।
দাওয়ায় আছে বসে কিষাণ সকল,
পথেঘাটে বহে জল, কেহ কোথা নাই,
জল জমে ধানখেতে কি হবে উপায়?
সারা দিন জল ঝরে নাহিক বিরাম,
দারুণ বাদল দিনে কেঁদে ওঠে গ্রাম।