ছোট গাঁয়ে আমাদের

ছোট গাঁয়ে আমাদের

লক্ষ্মণ ভাণ্ডারী

 

ছোট গাঁয়ে আমাদের ছোট ঘর আছে,

পাখি ডাকে বনময় ফুল ফোটে গাছে।

সকালে অরুণ রবি হাসে পূবাকাশে,

ছোট নদী বয়ে চলে এ গাঁয়ের পাশে।

 

রাঙা পথে পার হয় গরু ও মহিষ,

মাঠেমাঠে দোলা দেয় কচি ধানশীষ।

প্রভাত সময়কালে নিয়ে গরুপাল,

বাঁশি হাতে মাঠে চলে গাঁয়ের রাখাল।

 

অজয়ের খেয়াঘাট ভরে কোলাহলে,

যাত্রী নিয়ে নৌকা ভাসে অজয়ের জলে।

অজয় নদীর ঘাটে সরু বালিচর,

ওপারের গ্রামখানি অতি মনোহর।

 

ছোট গাঁয়ে আমাদের ছোট নদী আছে,

রবি ওঠে ফুল ফোটে গাছে পাখি নাচে।

0.00 avg. rating (0% score) - 0 votes