সোনার ফসলে ভরা
লক্ষ্মণ ভাণ্ডারী
সোনার ফসলে ভরা মাঠে মাঠে ধান,
গাছে গাছে পাখি সব করে কলতান।
প্রভাতে অরুণ রবি, কিরণ ছড়ায়,
মেঘে মেঘে রঙ লাগে আকাশের গায়।
রাঙা মাটির পথে গোরুর গাড়ি চলে,
মাঠে মাঠে ধান কাটে চাষীরা সকলে।
দিঘিতে সাঁতার কাটে পাড়ার ছেলেরা,
জাল ফেলে মাছ ধরে গাঁয়ের জেলেরা।
কাঁখেতে কলসী লয়ে বধূরা সকলে,
নদীঘাটে জল নিতে আসে দলে দলে।
অজয়ের জলে মাঝি নাওখানি বায়,
নাও বাঁধি আসে ঘরে সাঁঝের বেলায়।
পশ্চিম দিগন্তে দেখি সূর্যি বসে পাটে,
দিনশেষে সূর্যি ডোবে অজয়ের ঘাটে।