ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী
ছোট গাঁয়ে ছোট ঘর ছোট দিঘি আছে,
আমার বাড়ির কাছে পাখি ডাকে গাছে।
উঠোনের কচিঘাসে সোনা রোদ ঝরে,
শিশিরের বিন্দু কণা ঝিকিমিকি করে।
খেয়াঘাটে যাত্রী সব আসে দলে দলে,
তরণী ভাসায় মাঝি অজয়ের জলে।
খেয়া পারাপার করে সারাদিন ধরে,
সন্ধ্যাবেলা বাঁধি তরী ফিরে আসে ঘরে।
মাঠে মাঠে ধান কাটে গাঁয়ের চাষারা,
সন্ধ্যাবেলা ঘরে ফেরে কাজ হলে সারা।
সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে ঘরে,
সন্ধ্যায় আরতি হয় দেবীর মন্দিরে।
ছোটগাঁয়ে ছোটঘর থাকে সবে সুখে,
চাঁদের আলোক ঝরে ধরণীর বুকে।