আছে আমাদের গাঁয়ে

আছে আমাদের গাঁয়ে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

আছে আমাদের গাঁয়ে ছোট ছোট ঘর,

দূরে ওই দেখা যায় অজয়ের চর।

কূলে বাঁধা তরীখানি মাঝি নাই ঘাটে,

পশ্চিমের পানে হেরি সূর্য বসে পাটে।

 

রাঙামেঘে মেলে পাখা বক আসে উড়ে,

সোনালী আলোক হাসে পাহাড়ের চূড়ে।

রাঙা পথে পার হয় নিয়ে গরুপাল,

আপন গাঁয়েতে চলে গাঁয়ের রাখাল।

 

ঘরে ঘরে জ্বলে দীপ সাঁঝের বেলায়,

একে একে তারা ফোটে আকাশের গায়।

বাঁশ বাগানের পাশে চাঁদ ওঠে দূরে

জোছনায় চারিদিক আলোময় করে।

 

আপন বেগেতে নদী বহে কলকল,

জোছনায় নদীজল করে ঝলমল।

0.00 avg. rating (0% score) - 0 votes