চাঁদের আলো পড়ে ঝরে
লক্ষ্মণ ভাণ্ডারী
আকাশ জুড়ে তারার মেলা চাঁদ উঠেছে হেসে,
চাঁদের আলো পড়ে ঝরে মোর আঙিনায় এসে।
জোছনা হাসে বাঁশ বাগানে নয়ন দিঘির ঘাটে,
পথের ধারে জোছনা হাসে চণ্ডী তলার মাঠে।
কাঠের নৌকা আছে বাঁধা অজয় নদীর চরে,
নদীর জলে জোছনা খেলে সারাটি রাত ধরে।
গভীররাতে চাঁদ লুকোয় দূরআকাশের কোণে,
তন্দ্রাহারা পৃথিবীটা তাই কল্পনার জাল বোনে।
মহুলের বনে মহুল গাছে, পেঁচারা ওঠে ডেকে,
শেয়ালেরা ডেকে ওঠে মাঝরাতে থেকে থেকে।
নদীর কাছে শ্মশান ঘাটে জ্বলিছে মৃতের দেহ,
আত্মীয়স্বজন চলে গেছে, কাছে নাই তার কেহ।
রাতি কেটে পূবাকাশে ভোরের আলোক ফোটে,
নিশা অবসানে অরুণ কিরণে সোনালী সূর্য ওঠে।