স্বাধীনতা ভুলে

এ মনে হায় কে আসে যায়!
কে করে হুকুম তামিল?
আমার আমিতে সর্বদা ভাবিতে
খুঁজে পাই কেবল অমিল।
সামনে পিছনে উত্তর দক্ষিণে
ডানে বামে পূর্ব পশ্চিমে,
মাঠের প্রান্ত শেষে মিলে অবশেষে
আসমান জমিনের প্রেমে।

কোন পথে মন দিবানিশি গমণ,
করেছে কার পদ অনুসরণ?
ফেলে এসেছে কাকে পথের বাঁকে,
কাকে পেয়েছে বুকের গহন।
আলো আধারের ছায়া খেলার মত,
চেনা অচেনা মুখ এসেছে কত,
কে হেসেছে কে কেঁদেছে দিবস রজনী,
কার বিরহে হৃদয় ক্ষত বিক্ষত।

কে দুশমন কে প্রিয়জন মিথ্যে ছলনা,
ঘৃণা ভালবাসা আসে প্রতিদান,
অবুঝ মনকে পারলাম না বুঝাতে,
জীবন লক্ষ্যে জয়ের সন্ধান।
আমার আমিতে রয়েছি পরাধীন,
বন্ধি কেবল মনের শিকলে,
আপন ভূবনে সব অধিকার হারিয়ে,
স্বাধীনতা গিয়েছি কখন ভুলে।

0.00 avg. rating (0% score) - 0 votes