আমি হব সবার প্রিয় সবার আপনজন,
ফুটাব আমি মুখে হাসি থাকবেনা ক্রন্দন।
ঐ ভালো কাজ করে সদাই হব সবার প্রিয়,
গরিব দুখির সঙ্গী হব দেব তাদের শ্রেয়।
সকল তরে কাজ করিব ভুলবে আমায় কেবা,
ভাল মানুষ হয়ে আমি করবো দেশের সেবা।
স্বপ্ন দেশে দুলব আমি আঁকব হরেক ছবি,
ভাবছি তখন ফুটাব আমি জ্বলবে আলোর রবি।
Print Friendly