কারিগর
লেখাঃ অনিক শিকদার
যা খুঁজে যাই, তা নহে পাই,
সে থাকে অধরাই।
যা হাতে পাই, না ছুঁতে চাই,
তা পেয়েও হারাই।
যে নদী বহে, সে কত সহে,
কে জানে ব্যথা তার।
যে মাঝি ভাসে, সে ঢেউ ত্রাসে,
না ভিরে এই পাড়।
যে ফুল ফুটে, যে বৃন্ত টুটে,
সে নহে থামাবার।
যে চোখ দেখে, সে আখি বুঝে,
কি ঘন বারিধার।
যে সৃষ্টি সাধে, যে মৃত্যু বাঁধে,
যে আছে আপনার।
সে কোথা থাকে, এ নদী বাঁকে,
হে মোর কারিগর?
১৭ই আশ্বিন ১৪২৪
নারায়ণগঞ্জ
ভাল লেখছেন।