মহা নবমী পূজা

মহা নবমী পূজা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

মহা নবমীর পূজা বিদিত জগতে,

মহাশক্তি আরাধনা হয় বিধিমতে।

জ্বলিছে প্রদীপশিখা ধূপদানে ধূপ,

মৃন্ময়ীর অপরূপা হিরন্ময়ী রূপ।

 

মন্দিরেতে পুরোহিত ভক্তিযুক্ত মনে,

করিছেন চণ্ডীপাঠ বসিয়া আসনে।

শতোত্তর অষ্টপদ্ম করি আহরণ,

বিধিমতে হোমযজ্ঞ অভীষ্ট পূরণ।

 

ধন্য ধন্য দুর্গাপূজা শাস্ত্রের বিধান,

যূপকাষ্ঠে শত শত ছাগ বলিদান।

পশুরক্তে দেবীপূজা এ নহেক পূজা,

জীব রক্ত নাহি চান দেবী দশভূজা।

 

শুন শুন বিশ্ববাসী! বচন আমার,

বলিহীন হোক পূজা জগত মাঝার।

0.00 avg. rating (0% score) - 0 votes