আদুড় পৌষ

আদুড় পৌষ

লেখাঃ অনিক শিকদার

 

পৌষ-প্রণয়িনী এসেছিল,

নিরব করুণাহীন উত্তরীয় বায়ু বহে।

গোধূলি গুলো ছিল জলীয়শান্তমূর্তি।

তুমি এসেছিলে সেই শান্তিজল ভেঙ্গে,

অদ্রুত লঘু মৃদু ভূকম্পনধ্বনি তোলে।

শুধু আমি জেনেছিলাম,

সেই আগমনবার্তা জানেনি জোনাকি।

বসেছিলে উত্তর পাশে,

হাতটি রেখেছিলে আমার হাতে,

তোমায় কাছে পাওয়ার আনন্দঘন লগ্ন

বুঝিবার আগেই হৃদকম্পন বেড়ে গেল।

তোমার আঁচলে ঢেকেছিলে আমায়।

আদুড় গায়ে ছিলাম না আমি,

তোমার প্রণয় ছিল প্রাণের শৈত্য প্রবাহিণী।

সেই পৌষের রাত্রির কাছে হৃদয় ঋণী।

আমি ঋণী তোমাতে,

বোধ করি পৃথিবীর আর কোন পৌষ

আমাদেরকে এক আঁচলে ঢাকতে পারবেনা।

 

 

১লা আশ্বিন ১৪২৪

নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes