যুগের সমাজ -আমিফুল হক সোহাগ মানুষ যেন কেমন আজি হাসে দুখের ব্যথায়, সুখ থাকিলে হিংসা করে কাদে সুখের কথায় । আগের মতো কেমনে হবে সেই সোনালী গান, বদলে গেছে যুগের সমাজ আতংকে আজ বর্তমান। স্বপ্ন দেখে সঠিক মানুষ আনবে সুখের দোল , কিছু জাতি অসভ্য বাজায় গন্ডগোল । বুক ফুলিয়ে স্বর্গে উঠা জাতির অধিকার , স্বর্গে উঠবে হিংসায় ওরা বলছে লাথিমার । নিজ সম্বল নিঃশ্ব করে শিক্ষা ভ্রমন অবসান , সত্‍পথে পা, পড়ে যার থাকেনা তার অবদান । কি হবে আজ গর্ব করে মানব শিক্ষার মূল্য নাই , দুখের পাশে নাই যে কেহ সুখের বেলা সঙ্গ পাই ।

http://কবিতাসোহাগ

 

 

%প্রশ্নগুলি%
*সোহাগ
আমার প্রশ্নগুলি তীলে তীলে দেয় বিচ্ছেদ-বেদনা ,
তবুও পাওয়া হয়নি
পুরোপুরি উত্তর । 
কিসের আবেগে সখি
করে যাও
আমায় অবহেলা ,
আমি বেঁধেছি কামনার বাধ্য হৃদয় পাঁজরে ,
তুমি ফেলে যাবে কেন আমায় একা করে ।
এখন আমার প্রশ্নগুলোর
কি হবে ,
তবে কি ভাঁসবে বোবা হয়ে মনের অতল সাগরে ;
দিয়ে যাও উত্তর সখি
প্রশ্নের ভার -ভারি অন্ধকার ।

0.00 avg. rating (0% score) - 0 votes