আত্মপর

দেখা করে যাও নিভৃতে
আমার রক্ত ঘরে-
দু’বেলা মন্থনের ঝড়;

আমাকে পোড়াবে এসে
সেদিন মহুয়া লগ্নে,
অন্ধকারে আমরা আত্মপর।
——

0.00 avg. rating (0% score) - 0 votes