আত্মপর লেখা জমা দিয়েছেন ২২ আগস্ট, ২০১৭ লিখেছেন সুজিতকুমার বিশ্বাস দেখা করে যাও নিভৃতে আমার রক্ত ঘরে- দু’বেলা মন্থনের ঝড়; আমাকে পোড়াবে এসে সেদিন মহুয়া লগ্নে, অন্ধকারে আমরা আত্মপর। —— Post Views: ১৮৮ 0.00 avg. rating (0% score) - 0 votes