শ্যাম-শ্বেত শকুন্ত

শ্যাম-শ্বেত শকুন্ত

লেখাঃ অনিক শিকদার

 

ওরে দুষ্ট পক্ষধর

অতি সুকান্ত তুর কলেবর।

শ্যাম-শ্বেত তুর বপুর রং

দূরে থেকে শুধু করিস ঢং।

 

হটাৎ কোন অজানা ভাবে

ডাকিসরে তুই আপন মনে।

পবিত্র তুর কন্ঠেরও গান

শ্রবণে জুড়ায় পাষাণেরও প্রাণ।

 

দেহে ক্ষীণ হলেও তুই

মনে ক্ষীণ নই,

অল্পেই যে তুর মনে আর

মোর মনে ভাব হয়।

 

 

২৬শে আষাঢ় ১৪১৬

আড়াইসিধা।

0.00 avg. rating (0% score) - 0 votes