আষাঢ় মাসে বর্ষার আকাশে
লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ় মাসে বর্ষার আকাশে মেঘ ডাকে শোন ওই রে,
বিল জলাশয় জলে জলাময় পথঘাট জলে থৈ থৈ রে।
বাদলের ধারা ঝরিছে অঝোর,
জমেছে মেঘ কালো ঘনঘোর,
পুলক জাগিছে হৃদয়েতে মোর, বৃষ্টি ঝরিছে ওই রে।
ঘনকালোমেঘে বিদ্যুতবেগে অশনি জ্বলিছে ওই রে।
……………………..মেঘ ডাকে শোন ওই রে।
মত্ত দাদুরী, নাচিছে ময়ূরী পেখম তুলে তাই রে,
খেয়ামাঝি ঘাটে নাই আজি যাত্রীদের ভিড় নাই রে।
নদীতে এসেছে প্রবল জোয়ার,
বিপুল জলরাশি ঢেউ চারিধার,
বন্ধ হয়েছে খেয়া পারাপার, কেমনে ওপারে যাই রে।
ফুঁসিছে তটিনী, জ্বলে সৌদামিনী দূর আকাশের গায় রে।
……………………..মেঘ ডাকে শোন ওই রে।
মাঠে-ঘাটে জল বহে অবিরল যায় নি খেতে চাষী রে,
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল বৃষ্টিতে ভিজে আজি রে।
বন্ধ আজিকে চাষের কাজ,
কোথায় যেন পড়িছে বাজ,
গুরু-গম্ভীর বিকট আওয়াজ, বেরোতে কেহ নয় রাজি রে।
খেয়া পারাপার বন্ধ আজিকে কোথা গেল আজ মাঝি রে?
…………………………..মেঘ ডাকে শোন ওই রে।