কিছু কি জানতে চাস??
— হ্যা.. তোর কষ্টেরা ভালো আছে!
আর আমি এখন বেখেয়ালী ঘাতক,
যত্রতত্র পড়ে যাই প্রেমে;
কারো ঘর ভাঙ্গি,
কারো বা মন ভাঙ্গি,
ভেঙ্গে ভেঙ্গে দানবীয় উল্লাসে মাতি
পৈশাচিক আনন্দ লুপে নিই দিবারাতি,
তবুও আমি ভন্ড নই!!
আমি ধ্রুব প্রেমিক,
ভালবাসি চলকের ন্যায়।।