শোনো নারী শোনো

শোনো নারী শোনো

——-নিয়াজ মাহমুদ।

এতো দিন পরে আমায় তুমি কি কথা শোনালে;
নতুন করে বাঁচবো কিভাবে বাচঁতে না দিলে?
রেখেছি যতনা বাচাঁর আশা হৃদয়ের গহীনে
কি করে কাটাবো বাকীটা জীবন তুমি ছাড়া ভূবনে?

নারী আর নদী দু’টি হয় যদি অবিরত বয়ে চলা
তবে বয়ে যাও যত তুমি চাও আর কিছু নেই বলা।
তবে নারী শোন, কিছু কিছু ভোর এমনি করেই আসে,
অদেখায় কত সন্ধ্যা হল চোখের জলেই ভেসে।

কিছু কিছু পথ পথিকের টানে পায়ে এসে ধরা দেয়
জীবনের কিছু আলোকিত পথ আড়ালেই থেকে যায়।
কিছু কিছু জল সাগর বানায় অবিরত বরিষায়।
কিছু কিছু মন জীবনের তরে অজানাই থেকে যায়।

কিছু কিছু কথা মনের গহীনে চিরকাল থাকে গাথা
কিছু কিছু সুখ ভূলিবনা আর ছোট ছোট কিছু ব্যাথা।
কিছু কিছু দিন ঘুমের ঘোরেই স্বপ্ন হয়ে আসে
ঘুম ভেঙে আমি জেগে উঠি আজো বুক ভরা নিঃশ্বাসে।

এতো দিন পরে নতুন করে বলার কিছুই নেই
প্রানের চেয়েও যাকে ভালেবাসি তুমিতো বন্ধু সেই।
তুমিতো জানোনা বেঁচে থেকেও মরন কাকে বলে
নতুন করে বাঁচবো কিভাবে বাচঁতে না দিলে?

শোনো নারী শোনো, বাধা নেই কোন যেমনি তুমি চাও
কোন কিছুই রবেনা তুমিও চিরতরে চলে যাও।
জীবনে কিছুই রবেনা আমার কষ্ট নেইকো কোন
শুধু বলি মোর শেষ কবিতা দয়া করে নারী শোনো।

0.00 avg. rating (0% score) - 0 votes