সবুজ গাছের ছায়ায় ঘেরা
লক্ষ্মণ ভাণ্ডারী
সবুজ গাছের ছায়ায় ঘেরা
নয়নদিঘির শীতল জল,
দিঘির জলে মরাল ভাসে
সাঁতার কাটে অবিরল।
পানকৌড়ি ডুব দিয়ে যায়
মাছ-রাঙা ধরে মাছ,
দিঘির পাড়ে আছে দেখি
সারি সারি তালগাছ।
গাঁয়ের সবুজ ছায়ায় ঘেরা
ছোট ছোট মাটির ঘর,
উঠোনে সোনা রোদ ঝরে
শোভা অতি মনোহর।
রান্না ঘরের চালায় বসে
কালো এক দাঁড়কাক,
প্রতিদিন সকাল বেলায়
করে খুব হাঁকডাক।
দিঘির ঘাটে জোছনা রাশি
রাত্তিরে খেলা করে,
নয়ন দিঘির শীতল জলে
জোছনা পড়ে ঝরে।