বড্ড একা লাগে
মাঝে মাঝেই বড্ড একা লাগে
এলোমেলো লাগে জীবনের প্রতিক্ষণ
সবকিছুই অগোছালো, যত্রতত্র পড়ে এখানে ওখানে
স্বৈরাচারী মনন বৈরাগ্যের বাদলের আচ্ছাদন তলে
মস্তিষ্কের ভেতর চিরস্থায়ী চিনচিনে পীড়া
যাযাবরের জীবন যাপনে এত আগ্রহী কেন মন?
ছদ্মবেশের আড়ালে বাস্তব মুচকি হাসে
প্রতিশোধের অনলে শশব্যস্ত দগ্ধ হৃদয়
মিথা ভাগ্য সর্বনাশের সমীপ
ধোঁয়াশার অন্ধকারে অবরুদ্ধ পথ
এত দুর্নিবারের কারণ কি?
হয়তো অবিদিত কোনও গুপ্তরহস্য
নহিলে গণিতের কোনও অসমাধিত অসমাপ্ত সূত্র।