ভাগ

ওরে মালু শ্যামল ভক্ত
মনটা তোর এতোই শক্ত!
বলছি তোরে কতবার
কানে ধর, দেশ ছাড়

আকড়ে থাকলি, কাঁদা মাখলি

হিন্দু শিক্ষক, তার আবার মানহানী
তোরে কি করতে হবে, জানি জানি

ভাগ্য ভালো হোসনি নিখোজ
চোদ্দ শিকায় – এবার বোঝ,

আগে যারা ধমক খেতো
সবাই ওপাড় পালিয়ে যেতো
কে রে তুই? কাকে তুই কি বলিস?
মাথা উচু, মেরুদন্ড সোজা করিস!

যাস সালা মর এবার
কেনা আইনের ঘোর প্যাঁচে
পঞ্চাশ লাখ বলেছিতো!
ভাগ, ঘর বাড়ী সব বেচে।

0.00 avg. rating (0% score) - 0 votes