এ গাঁয়ে আছে মাটির মায়া

এ গাঁয়ে আছে মাটির মায়া

লক্ষ্মণ ভাণ্ডারী

 

এ গাঁয়ে আছে মাটির মায়া,

আছে  শীতল তরুর ছায়া।

এ গাঁয়ে আছে মাটির ঘর,

থাকি সেথা সবে পরস্পর।

 

এই গাঁয়ে আছে অজয় নদী,

বয়ে চলে হয়ে সে বেগবতী।

বৈশাখে থাকে তার হাঁটুজল,

পার হয় গরু ও মোষ সকল।

 

বাঁশ বনের সরু গলির পথে

জল নিয়ে আসে নদী হতে।

কলসিকাঁখে পরে লালশাড়ি,

বধুরা সব আসে আপনবাড়ি।

 

গ্রাম সীমানায় পথের ধারে,

আছে তালগাছ সারে সারে।

রাঙা মাটির ঐ পথের পরে,

সরানের লাল ধূলো ওড়ে।

 

দিনশেষে পড়ে আসে বেলা,

সাঙ্গ হয় ভবে দিনেরখেলা।

সূর্য্যি ডুবে যায় আঁধার হয়,

তারারা ফোটে আকাশ ময়।

0.00 avg. rating (0% score) - 0 votes