গাঁয়ের পথে অন্ধকার নামে

গাঁয়ের পথে অন্ধকার নামে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

আমাদের ছোট গাঁয়ে, গাছে গাছে পাখি ডাকে,

ছোট ছোট মাটির ঘরে সবাই মিলেমিশে থাকে।

গাঁয়ের পাশে অজয় নদীটি বয়ে চলে অবিরাম,

এই গাঁ আমার জন্মভূমি এই গাঁ আমার স্বর্গধাম।

 

সকাল হলে পূবআকাশে সোনার রবি রোজ ওঠে,

গরু নিয়ে গাঁয়ের রাখাল নিত্য চলে মাঠে-গোঠে।

গাঁয়ের শীতল তরুর শাখায় কত পাখি বাঁধে বাসা,

রাঙা মাটির পথে গাঁয়ের সবাই করে যাওয়া আসা।

 

ধান খেতে বনটিয়া আসে ঘুঘু ডাকে বাবলা গাছে,

নৌকাখানি আছে বাঁধা অজয় নদীর ঘাটের কাছে।

মাটির কলসি কাঁখে নিয়ে বধূরা জল আনিতে যায়,

ক্লান্ত পাখিরা নীড়ে ফিরে আসে দিনশেষে সন্ধ্যায়।

 

গাঁয়ের পথে অন্ধকার নামে জোনাকিরা সব জ্বলে,

চাঁদ ওঠে রাতে জোছনা ছড়ায় রাত্রি অধিক হলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “গাঁয়ের পথে অন্ধকার নামে

Comments are closed.