নৌকা বাঁধা ঘাটের কাছে
লক্ষ্মণ ভাণ্ডারী
নৌকা বাঁধা ঘাটের কাছে,
পাখিরা গায় গাছে গাছে।
গ্রামসীমানায় পথের বাঁকে,
ফিঙে নাচে তরুর শাখে।
বক বসেছে নদীর কূলে
দুধার ভরা কাশের ফুলে।
নদীর কাছে শ্মশান ঘাট,
পথের দুধারে সবুজ মাঠ।
গাঁয়ের ডাঙায় গরু চরে,
সরাণে লাল ধূলো ওড়ে।
তাল খেজুর গাছের সারি,
তারই ছায়ায় মাটির বাড়ি।
অজয় নদীর ঘাটের কাছে,
পুরানো শিব মন্দির আছে।
গাঁয়ের বধূরা কলসী কাঁখে,
ঘাটের কাছে দাঁড়িয়ে থাকে।
গাঁয়ের ছেলেরা গামছা পরে,
নদীর জলে নেমে চান করে।
বেলা পড়ে আসে সন্ধ্যা হয়,
অজয় নদীর ঘাট নির্জন হয়।