গাঁয়ের শীতল তরুর ছায়ায়

গাঁয়ের শীতল তরুর ছায়ায়

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ের শীতল তরুর ছায়ায় ছোট ছোট মাটির ঘর,

সেই মাটির ঘরে সুখ শান্তি চির বিরাজে নিরন্তর।

গাঁয়ের সরু বাঁকা গলি পথে মুরগীরা সব ডাকে,

শালিকের ঝাঁক বেড়ায় উড়ে অজয় নদীর বাঁকে।

 

গাঁয়ের শীতল তরুর ছায়ায় শিশু সব বসে খেলে,

দূর আকাশে উড়ে যায় চিল তার দুটি পাখা মেলে।

সরু বালির চর দেখা যায় অজয়নদীর দুই কিনারে,

গোরু ছাগল চরে বেড়ায় বাঁশবাগানে বেড়ার ধারে।

 

গাঁয়ের শীতল তরুর ছায়ায় মেঠো সুরে বাঁশি বাজে,

মন মাতানো বাঁশির সুরে পুলক জাগে হৃদয় মাঝে।

শীতল জলে ছেলের দল শান বাঁধানো পুকুর ঘাটে,

স্নানের লাগি তেল মেখে গামছা পরে সাঁতার কাটে।

 

গাঁয়ের শীতল তরুর ছায়ায় কলসী কাঁখে বধূ আসে,

আপন বেগে অজয় নদী বয়ে চলে এ গাঁয়ের পাশে।

0.00 avg. rating (0% score) - 0 votes